
পুরো সপ্তাহ জুড়ে কাজের ব্যস্ততায় অনেকেই এসডি এশিয়ার সাইটে চোখ রাখতে পারেন না, তাদের জন্য বাংলাদেশের সর্বশেষ টেক জগতের খবর নিয়ে আমাদের এই আয়োজন টেক রাউন্ড আপ। সপ্তাহের নতুন পণ্যের উন্মোচন, ইভেন্ট নিয়ে একনজরের দেখে নিন টেক রাউন্ড আপ।
রুবেলে সাথে দেখা করতে পারবেন রবির গ্রাহকরা
এমএমএস ভিত্তিক কুইজ কন্টেস্টে অংশ নিয়ে বাংলাদেশের পেসার রুবেল হোসেনের সাথে দেখা করার সুযোগ থাকছে। এতে অংশ নিতে হলে আপনার রবি নাম্বার থেকে “START RUBEL” টাইপ করে ২৮৭৭ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। ফিরতি ম্যাসেজে একটি কনফার্মেশন ম্যাসেজ এবং প্রশ্ন পাবেন গ্রাহকরা। সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দুই পয়েন্ট করে অর্জন করে নিতে পারবেন গ্রাহকরা। ২০০ পয়েন্ট অর্জন করে বাংলাদেশের জার্সি উপহার পেতে পারবেন গ্রাহকরা। ২৫০০ পয়েন্ট পেলে দেখা করার সুযোগ মিলবে রুবেলের সাথে।
ইউরোপিয়ান কোম্পানির সাথে বিটুবি ম্যাচ-মেকিং ইভেন্ট
সফটওয়ার এবং আইটি সেক্টরের কাজে সহায়তার জন্য ইউরোপিয়ান দেশগুলোকে নিয়ে ইভেন্ট আয়োজন করেছে বেসিস। নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ডকে নিয়ে এই বিটুবি ম্যাচ-মেকিং ইভেন্টটি আয়োজন করা হয়।ঢাকা চেম্বার অব কমার্স ছিল এই ইভেন্টের সহকারী। ভবিষ্যতেও এমন আরও অনেক ম্যাচ-মেকিং ইভেন্ট আয়োজন করবে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন বেসিস প্রেসিডেন্ট শামিম আহসান।
চালু হয়েছে মায়া আপা
বাংলাদেশী মহিলাদের স্বাস্থ্য সেবা,আইন সংক্রান্ত সহযোগিতা এবং বিভিন্ন সমস্যার সমাধানে প্রফেশনাল উপদেশ দিয়ে থাকে এই সফটওয়ার।ব্র্যাক এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ, অস্ট্রেলিয়ার হাই কমিশনার গ্রেগ উইলকক্স এবং আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ক্যারিয়ার বিল্ড আপ করার পরামর্শ থেকে শুরু করে ছোট খাট স্বাস্থ্য সেবা সম্পর্কিত পরামর্শ দিয়ে থাকে এই অ্যাপ্লিকেশন। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় মায়া আপা অ্যাপ্লিকেশনটি তৈরি হয়েছে ব্র্যাকের সহায়তায়।এন্ড্রয়েড প্লে স্টোর থেকে নামিয়ে নেয়া যাবে এই মায়া আপা অ্যাপ্লিকেশন।