
অনেকসময়ই ধারণা করা হয় সমস্যা সমাধান করাই শুধু নতুন উদ্যোক্তাদের কাজ। আমরা গত বছর ধরে অনেক নতুন উদ্যোক্তাদের কথাই তুলে ধরতে চেষ্টা করে আসছি যারা অনেক ভাল কিছু করছে।এসব উদ্যোক্তাদের কাজ দেখেই বলা যায় উদ্যোক্তারা শুধু সমস্যা সমাধান নিয়েই কাজ করে না, নতুন কিছু তৈরিতে,মার্কেট বাড়িয়ে দিতে এবং উন্নয়নেও কাজ করে যাচ্ছেন তারা।
স্টার্ট আপ ঢাকা ২০১৪ সাল জুড়ে অনেক দেশি এবং বাংলাদেশের বাহিরের উদ্যোক্তাদের নিয়েই রিপোর্ট করেছে।আরও অনেক উদ্যোক্তা ও তাদের কাজ এখনও তুলে ধরা বাকি আছে। সেসব নিয়েই SD Asia তুলে ধরছে ২০১৫ সালে সাড়া জাগাতে পারা নতুন উদ্যোক্তাদের কিছু কাজের কথা,
Field.buzz:
ব্যবসার জন্য সবসময় ডাটা ঠিকভাবে সংরক্ষণ করে রাখার দরকার পরে।প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে নিয়মিত সেলস, সার্ভে এবং কি কি টাস্ক আছে সে সম্পর্কে নিয়মিত হালনাগাদ রাখা জরুরি।এসবের জন্যই Fieldbuzz।এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরা তাদের বিক্রয় তথ্য রাখতে পারবে, সার্ভে,প্রতিদিনের কাজ এমনকি নিয়মিত রিপোর্টেরও হালনাগাদ করে থাকে। এই সফ্টওয়্যার দিয়ে পরিচালক তাদের কর্মচারীদের অবস্থান ট্র্যাক করতে পারবে। এভাবে Fieldbuzz অ্যাপ যে কোন অফিসের ডিজিটাল পরিবর্তন এনে ২০১৫ সালের অন্যতম সেরা সফটওয়্যার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
Dam.com.bd:
সাইটের নামই বলে দিচ্ছে এটা দর-দাম নিয়েই কোন ওয়েবসাইট।Dam.com.bd বাংলাদেশের প্রথম অনলাইন শপিং ডাটাবেস। এই ওয়েবসাইট যেকোনো পণ্যের দামের তথ্য তুলে ধরেছে। শুধু কিওয়ার্ড প্রেস করে অনুসন্ধান করলেই অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই জিনিসের দাম জানা যাবে। এই সাইটটিতে পণ্যের দামের প্রতিযোগিতা থাকায়,জিনিসপত্রের দাম কমে যাওয়ারও সুযোগ থাকছে।
টেক স্কুল:
টেক স্কুলের ছাত্ররা তাদের প্রোজেক্ট দিয়ে টেডেক্স ঢাকায় অংশ নিয়ে অনেক প্রশংসা কুড়িয়েছিল।টেক স্কুল নতুন প্রজন্মের কাছে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান নিয়ে শিক্ষা দিয়ে আসছে। কোন স্পন্সর না থাকায় টেক স্কুলের বেশ খারাপ একটা সময়(পূর্বে wnes রবোটিক্স স্কুল হিসাবে পরিচিত থাকার সময়) পেরিয়ে আসতে হয়।সহজ টেক শিক্ষার মাধ্যমে বাচ্চাদের রবোটিক্স মত জটিল বিষয় খুব সহজেই শেখানো হয় এখানে।এখন ছয় ব্যবস্থাপনা অংশীদারকে শিক্ষকদের জন্য প্রোগ্রাম এবং কোর্স চালুর পরিকল্পনা ছাড়াও টেক স্কুল আরও বড় কিছু করারও চিন্তা করছে।
Drinkwell:
২০১৪ সালের Masschallenge বিজয়ী Drinkwell বিশ্ব পানি সংকট মোকাবেলায় টেকসই উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। মাইক্রো-ফ্রাঞ্চাইজি মডেল ভিত্তিতে আর্সেনিক আক্রান্ত প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে এই প্রতিষ্ঠান।
স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি করে ডিস্ট্রিবিউশন চ্যানেল গঠন করার মাধ্যমে বিশুদ্ধ পানির নিশ্চয়তায় কাজ করছে Drinkwell।শুধুমাত্র নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার জন্যই নয়, স্থানীয়দেরকেও শিক্ষাদান করে এই কাজে উপযুক্ত করা তুলছে তারা। Drinkwell এমন ভাবেই উদ্ভাবনী ব্যবসার মাধ্যমে গ্রামীণ মানুষের স্বাস্থ্য সমস্যা, বেকারত্ব এবং নিম্ন জীবনযাত্রার মান মোকাবেলার চেষ্টা করে ২০১৫ সালের অন্যতম সেরা উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
Parallaxlogic Infotech:
এই নতুন সফটওয়ারটি ‘পরিকল্পনা’,’নকশা’এবং ‘ডেভেলপিং’এর মাধ্যমে যেকোনো ব্যবসা পরিচালনায় সহায়তা করে থাকে। আশরাফ-উল-আলম ও শিহাব বিন রশিদ দ্বারা প্রতিষ্ঠিত Parallaxlogic তাদের সৃজনশীল ডিজাইন, গবেষণা, উন্নয়ন এবং সহযোগিতার মাধ্যমে গ্রাহকদের ব্যবসাকে আরও সহজ করে দিচ্ছে। এর মাধ্যমে যে কেউ যে কোন স্থান থেকে ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাদের আরেকটি নতুন ভার্চুয়াল ই-কমার্স শপিং এক্সপেরিয়েন্স Innovation Xtreme ও বিশ্ব ব্যাপী সাড়া জাগাতে পারে।
Sobjibazaar.com:
এটি একটি অনলাইন আরগানিক সবজি বিক্রয়ের ওয়েবসাইট যাতে করে ক্রেতাদের অর্ডারের পর বাসায় পণ্য পৌঁছে দেয়া হয়। এই সাইটি তাদের কাজের মাধ্যমে ক্রেতাদের ভাল পণ্য সরবরাহের পাশাপাশি অনেক সময়ও বাঁচিয়ে দিচ্ছে। প্রতিষ্ঠানটি নিজেরাই ৬৫ একর জমিতে অরগানিক সবজি চাষ করছে। মুহাম্মদ সাহিনের প্রতিষ্ঠিত Sobjibazaar কৃষি পণ্য গুণমান পরীক্ষা করে,নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রাহকদের দোরগোড়ায় তাদের পণ্য পৌঁছে দেয়ার কাজ করে চলেছে।দ্রুত ও সক্রিয় সেবা নেটওয়ার্কের মাধ্যমে সবজি চাষেও তদারকি করে থাকেন তারা। Sobjibazaar এ পণ্য পৌঁছে দেয়ার কোন ফি চার্জ করা হয় না। এই ওয়েবসাইটে গ্রাহকরা সরাসরি টাকা এবং অনলাইননে বিল পরিশোধের মাধ্যমে অর্ডার করতে পারেন। গ্রাহকরা www.sobjibazaar.com থেকে অনলাইন নিবন্ধন করতে পারেন।
Coderstrust:
Codetrust একটি মাইক্রোফিনান্সিং কোম্পানি যা ছাত্রদের কোডিং শিখতে লোন দেয়া হয়।Elance,Odesk এর মত প্রতিষ্ঠান থেকে অর্থ উপার্জন করার জন্য এই প্রতিষ্ঠানটি ছাত্রদের প্রোগ্রামিং শিখতে ফান্ডের ব্যবস্থা করে থাকে।প্রতিষ্ঠানটি এরই মধ্যে ১৫ টি উন্নয়নশীল দেশের সাথে কাজ করছে যার মধ্যে জার্মান সলিউশন্স ইন বাংলাদেশ এরই মধ্যে ২০ টি দেশের সাথে পরীক্ষামূলক কাজ সম্পন্ন করেছে। Coderstrust-এর লক্ষ্য ফ্রিলেন্সিংকে বাংলাদেশ কমিউনিটিতে পরিচিত করা।এটি শুধু তরুণদের জন্যই অর্থ উপার্জনের মাধ্যমই নয় অন্য অনেক অনলাইন পোর্টালও এ থেকে আর্থিক ভাবে উপকৃত হচ্ছে।
MCC Ltd:
গ্রাহকদের জন্য টেকনিক্যাল এবং স্ট্রেটিজিক কমিউনিকেশন সংক্রান্ত সহায়তা প্রদান করে এই মাল্টিমিডিয়া কনটেন্ট এবং কমিউনিকেশনস লিমিটেড।পুরস্কারপ্রাপ্ত এই কোম্পানিটি ইলেক্ট্রনিক মিডিয়া এবং মোবাইল অ্যাপ্লিকেশন এই দুই খাতে কাজ করে থাকে। মোবাইল অ্যাপস উন্নয়ন ও ভিডিও প্রোডাকশনও তাদের কাজের অংশ। তারা গ্রাহকদের জন্য বিভিন্ন বাংলা কন্টেন্ট প্রকাশেও কাজ করে যাচ্ছে। BDjobs, ATN news, Grameenphone-এর মত প্রতিষ্ঠানের পোর্টফলিও তৈরি করেছে তারা। এবছর তাদের আরও কিছু নতুন নতুন সেবা চালু করার কথা রয়েছে।
Hungrynaki.com:
Hungrynaki বাংলাদেশে প্রথম দিকের অনলাইনের মাধ্যমে খাবার বিতরণ সেবার ওয়েবসাইট। অক্টোবর ২০১৩ সাল থেকে শুরু করে এখন ঢাকায় ২০টি এলাকা জুড়ে সেবা দিয়ে যাচ্ছে তারা।ক্রেতাদের পছন্দের রেস্টুরেন্টের খাবার কম সময়ে বাসায় পৌঁছে দেয়াই HungryNaki’র মূল-লক্ষ্য। তাদের ২৫ টি বিক্র প্রতিনিধির মাধ্যমে ক্রেতাদের পছন্দসই খাবার গন্তব্য স্থলে ৬০ মিনিটের মধ্যেই পৌঁছানোর লক্ষ্য স্থির করেছে তারা।
Hungrynaki আকর্ষণীয় ছাড় দিয়ে ক্রেতাদের আকর্ষণ করারও চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি চট্টগ্রামেও যাত্রা শুরু করেছে তারা।
Shohoz.com:
Shohoz.com সাড়া বাংলাদেশ জুড়ে মানুষের জন্য ভ্রমণ এবং ছুটির দিন কাটাতে সহজ সমাধান তুলে ধরেছে।
Shohoz.com এর মাধ্যমে গ্রাহকরা ওয়েবসাইটের মাধ্যমে অথবা একটি ফোন কলের মাধ্যমে অনলাইন বাস টিকেট কেনা এবং হোটেল বুক করতে পারবেন।তাদের ঢাকা কেন্দ্রিক বাস সেবা হলেও এবং গ্রাহকদের জন্য সাড়া দেশে বিভিন্ন হোটেলে বুক করে নিতে পারবেন। অনেক গুলো পেমেন্ট চ্যানেল থাকায় গ্রাহকদের সুবিধাও বেশি।